দুবাই ও উত্তম আমিরাত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে। গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) কনস্যুলেট ভবনের কনফারেন্স রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কাউন্সিলর (শ্রম) মুহাম্মদ আব্দুস সালামের সঞ্চালনায় এবং বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন ইঞ্জিনিয়ার মুহাম্মদ আবু জাফর চৌধুরী, সাইফুদ্দিন আহমেদ, আবুল কাশেমসহ কনস্যুলেটের কর্মকর্তারা আশীষ কুমার সরকার, মোহাম্মদ কাজী ফয়সাল এবং শাহনাজ পারভীনসহ প্রমুখ।
এছাড়াও আমিরাতে অবস্থানরত প্রবাসী শ্রমিক, সাংবাদিক, কনস্যুলেটের কর্মকর্তা, দুবাই, শারজাহ, আজমান, ফুজিরাহ, রাস আল-খাইমাহ থেকে আসা বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অতিথির বক্তব্য বিএম জামাল হোসেন বলেন, সংযুক্ত আরব আমিরাত বর্তমানে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষে অবস্থান করছে। এ ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা অভিবাসীদের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। বাঙালি কমিউনিটিসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাব- রেমিট্যান্স প্রবাহ আরও বৃদ্ধি করার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন।
অনুষ্ঠানে আগামী ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস যথাযথ অনুষ্ঠান সূচির মাধ্যমে পালন করা হবে বলে উল্লেখ করা হয়।
জেআই/
Discussion about this post