সেলিব্রেটিবিডি:
ইটস অফিশিয়াল। প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাসের রিলেশনশিপকে অফিশিয়াল তকমা দিয়েই দিল বলিউডের বড় অংশ। কারণ শনিবার সকালে প্রিয়ঙ্কার মুম্বইয়ের বাড়িতে ‘রোকা’ অনুষ্ঠান হল।
পঞ্জাবি রীতি মেনে বিয়ের আগে ‘রোকা’ অনুষ্ঠান পালিত হয়। সে কারণেই মনে করা হচ্ছে, শনিবার রাতে মুম্বইতেই এনগেজমেন্ট সেরে ফেলবেন এই দুই তারকা। উপস্থিত রয়েছেন প্রিয়ঙ্কার মা মধু চোপড়া, তুতো বোন পরিণীতি চোপড়া-সহ ঘনিষ্ঠ আত্মীয়রা। হালকা হলুদ পোশাকে সেজেছেন প্রিয়ঙ্কা। নিকের পরনে সাদা চূড়ি পাঞ্জাবি। সকাল থেকেই চোপড়া পরিবারে বিশেষ পুজোর আয়োজন চলছে।
প্রিয়ঙ্কার হাতে ইদানীং একটি আংটি দেখা গিয়েছে। যেটা তাঁর এনগেজমেন্ট রিং বলে ধরে নিয়েছিলেন অনেকেই। তার দাম নাকি এক কোটি ৪০ লক্ষ টাকা। গুঞ্জন,নিক জোনাস নাকি গোটা আমেরিকা তন্ন তন্ন করে খুঁজে এই আংটি নিয়ে এসেছেন প্রিয়ঙ্কার জন্য। সব জল্পনার অবসান কি আজই হবে?
সেলিব্রেটিবিডিিএনজেটি
Discussion about this post