সেলিব্রেটিবিডি:
ভক্তরা ভালোবেসে ‘ঢালিউড কুইন’ বলে সম্বোধন করেন থাকেন। দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল ও জনপ্রিয় চলচ্চিত্র। শাবানার পর একজন নায়িকা হিসেবে একজন নায়কের সঙ্গে সর্বাধিক জুটির রেকর্ডটিও তার দখলে। বলছি অপু বিশ্বাসের কথা।
চিত্রনায়ক শাকিব খানকে বিয়ে করে ধর্মান্তরিত হয়েছিলেন অপু। নামও বদলে নিয়েছিলেন। অপু বিশ্বাস থেকে হয়েছিলেন অপু ইসলাম খান। তাই চিত্রনায়িকা অপুর জীবনযাপন ও ধর্মচর্চা নিয়ে তার ভক্তদের অনেক আগ্রহ। অনেকেই জানতে চান, অপু বিশ্বাস কী পশু কোরবানি বিশ্বাস করেন? বা শাকিব খান থেকে আলাদা হয়ে যাওয়া অপু কী এবারে কোরবানি দেবেন?
শনিবার অপু বিশ্বাস বলেন, কোরবানি ঈদের সব প্রস্তুতি নিচ্ছেন এই তারকাও। ঢাকাতেই ঈদ করবেন তিনি। আর আজকালের মধ্যেই কোরবানির পশু কেনা হবে।‘আমার সংসার, দায়িত্বও আমার। কাজের ব্যস্ততা আছে আবার কোরবানিও গুরুত্বপূর্ণ। ছেলের জন্য ঈদের কেনাকাটাও করতে হবে। এক হাতে অনেক কিছু সামলাতে হয়। অনেক কিছু ইচ্ছে থাকলেও পেরে ওঠা যায় না। এ বছরে তাই তিনটি খাসী কোরবানি দেয়ার পরিকল্পনা করেছি। আজকেই কেনা হবে হয়তো। আমার সময় নেই। ইচ্ছে ছিলো ছেলেকে পশুর হাট দেখাতে নিয়ে যাবো।’
তিনি আরও বলেন, ‘প্রত্যেক মুসলমানেরই কর্তব্য সামর্থ্য থাকলে কোরবানি দেয়া। পবিত্র এই কোরবানি আত্মত্যাগ আর নিজেকে শুদ্ধ করে নেয়ার অনুপ্রেরণা যোগায়। পশু কোরবানির সঙ্গে সঙ্গে প্রত্যেকে নিজেদের মনের ভেতরের পশুত্বকে, স্বার্থবাদী মনটাকে কোরবানি দেয়ার চেষ্টা করেন। সবার কোরবানি যেন কবুল হয়। আমিও সবার কাছে দোয়া চাই। আমার ছেলে জয়ের জন্য দোয়া চাই।’
সেলিব্রেটিবিডি/এনজেটি
Discussion about this post