সেলিব্রেটিবিডি:
অনেকদিন ধরেই আলোচনাতে নেই চিত্রনায়িকা আঁচল। দেখা মিলছে না নতুন কোনো ছবিতেও। দীর্ঘ বিরতির পর আবারও কাজে ফিরছেন এ নায়িকা। এদিকে দুই ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন চিত্রনায়ক নিরব। সম্প্রতি তারা জুটি বেঁধেছেন নতুন একটি পণ্যের ফটোশুটে। বিপণন প্রতিষ্ঠান প্রাণের খাবারজাত পণ্যের ফটোশুটে চিত্রনায়ক নিরবের সঙ্গে অংশ নিয়েছেন আঁচল। এরই মধ্যে দিয়ে নিরব-আঁচলকে প্রথমবার জুটি বাঁধতে দেখা যাবে।
আঁচল বলেন, ‘একটা দীর্ঘ সময় বিরতি নিয়েছিলাম। অনেকদিন কাজ করিনি। কিন্তু এখন আগের মতো কাজ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত আমি। গতকাল নিরবের সঙ্গে প্রাণের পণ্যের ফটোশুটে অংশ নিলাম। তার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। ফটোশুট দিয়েই কাজ শুরু করলাম। ব্যাটে বলে মিললে আগামীতে সিনেমাতেও কাজ করা হবে। দর্শকরা আমাদের দুজনের অংশগ্রহণের কাজটি পছন্দ করবেন। পাশাপাশি পণ্যটির প্রচারণাও ভালো হবে এমনটাই বললেন আঁচল।’
নিরব বলেন, ‘দেশব্যাপী প্রাণের ডেইলি বেকারিজাত পণ্যের ফটোশুটে অংশ নিয়েছি। ক্যাম্পেইনের প্ল্যানিং ভালো লাগায় কাজটি করেছি। আমার সঙ্গে ছিল আঁচল। তার সঙ্গে এটাই আমার প্রথম কাজ।’
সেলিব্রেটিবিডি/এনজেটি
Discussion about this post