সেলিব্রেটিবিডি:
ইকবাল খন্দকারের উপস্থাপনায় সম্প্রতি নির্মিত হলো তারকা খচিত বিশেষ ঈদ অনুষ্ঠান ‘তারকাদের ঈদ’। সাদিকুল ইসলাম নিয়োগী পন্নীর প্রযোজনায় সাক্ষাৎকার ও শৈশবের স্মৃতিচারণমূলক এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন দেশের নামী পাঁচজন তারকা। তারা হলেন- আইয়ুব বাচ্চু, রবি চৌধুরী, সাব্বির, মিনার রহমান এবং ইরফান সাজ্জাদ।
অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেছেন, ‘তারকারা তারকা হয়ে ওঠার আগে কীভাবে ঈদ উদযাপন করেছেন, এ সম্পর্কে জানার ব্যাপক আগ্রহ ভক্তদের। আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের সেই আগ্রহ পূরণ হবে।’
ইশতিয়াক আহমেদের সমন্বয়ে নির্মিত ‘তারকাদের ঈদ’ অনুষ্ঠানটি প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রের ঈদ অনুষ্ঠানমালায়।
সেলিব্রেটিবিডি/এনজেটি
Discussion about this post