দুবাই বাংলাদেশ কনস্যুলেটে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (৫ আগস্ট) দুবাই কনস্যুলেটের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরু আগে কনস্যুলেট প্রাঙ্গণে বঙ্গবন্ধু কর্ণারের হল রুমে ফুল দিয়ে ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কনস্যুলের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কনস্যুলেটের সিনিয়র কর্মকর্তাগণ।
কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, বহুমাত্রিক প্রতিভার অধিকারী শহিদ ক্যাপ্টেন শেখ কামাল বাংলাদেশের সকল স্বাধিকার আন্দোলনে অংশগ্রহনসহ মহান মুক্তিযুদ্ধেও অন্যতম সংগঠক হিসেবে ছাত্রসমাজকে সংগঠিত করার মহান দায়ত্ব পালন করেছিলেন। তিনি আরও বলেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ ক্রীড়াঙ্গন, তারুণ্যদীপ্ত ও সাংস্কৃতিক অঙ্গনে শেখ কামালের অবদান অনস্বীকার্য।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল শহিদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়। এসময় দোয়ায় দেশ ও জাতির জন্যও কল্যাণ কামনা করা হয়।
Discussion about this post