ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ রেখে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর প্রবাসী জাহিদুল ইসলাম (২৫) বাড়ি ফিরেছেন। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে জাহিদুল টাঙ্গাইলের সখীপুরে তাঁর বাড়িতে যান। এর আধা ঘণ্টা আগে বাড়ির পাশে করটিয়াপাড়া বাজারে এসে এক দোকানিকে জিজ্ঞাসা করেন, করটিয়াপাড়া বাজার কোন দিকে? পরে স্থানীয় লোকজন তাঁকে আটকে রেখে বাড়িতে খবর দেন।
জাহিদুলের চাচা এনামুল হক বলেন, ‘জাহিদুল এত দিন কোথায় ছিল, তা বলতে পারছে না। সে শূন্য হাতে বাড়ি ফিরেছে। ওর সঙ্গে থাকা ব্যাগ, টাকাপয়সা, পাসপোর্ট—কিছুই নেই। তার শরীরে প্রচুর মশার কামড়ের দাগ। সে অনেকটাই মানসিক ভারসাম্যহীন।’
জাহিদুলের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের করটিয়াপাড়া গ্রামে। তাঁর বাবা মৃত জালাল মিয়া।
ছয় বছর প্রবাসে থেকে জাহিদুল গত ২৪ জুলাই ভোর পাঁচটার দিকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে সৌদি আরব থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরের সব আনুষ্ঠানিকতা শেষ করে তাঁর বাড়ি যাওয়ার কথা ছিল। এ জন্য তাঁর চাচা এনামুল হক গাড়ি নিয়ে ভোরে বিমানবন্দরে যান। দীর্ঘক্ষণ অপেক্ষার পর জানতে পারেন, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ইমিগ্রেশন থেকে বের হয়ে লাগেজ রেখে শুধু একটি ব্যাগ হাতে নিয়ে ১ নম্বর গেট দিয়ে বের হয়েছেন জাহিদুল। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
এ ঘটনায় গত মঙ্গলবার জাহিদুলের চাচা এনামুল হক বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
Discussion about this post