‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক…’ ধ্বনিতে মুখরিত কাবা চত্বর। বিশ্বের নানা প্রান্তের মুসলমানরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন মক্কায়। সোমবার (২৬ জুন) মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হচ্ছে চলতি বছরের পবিত্র হজ কার্যক্রম। শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ১২ জিলহজ (৩০ জুন) শেষ হবে এবারের হজ।
নির্ধারিত সময়ের (সোমবার, ২৬ জুন) একদিন আগেই আজ (রোববার, ২৫ জুন) সন্ধ্যায় মিনার উদ্দেশে রওনা হবেন বাংলাদেশের হজযাত্রীরা।
সৌদিতে অবস্থানরত হজ অফিস ও হজ এজেন্সিগুলো একদিন আগেই বাংলাদেশি হাজিদের মিনার নিয়ে যাওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (২৪ জুন) সৌদি হজ অফিস, হজ এজেন্সির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশি হাজিদের মিনার উদ্দেশে রওনা ও হজের পরবর্তী করণীয় ঠিক করতে শনিবার ধর্মপ্রতিমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক হয়। সেখানে সৌদি হজ অফিস, মিশন এবং হজ এজেন্সিদের সংগঠন হাবের সংশ্লিষ্টরা অংশ নেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, ২৫ জুন (রোববার) সন্ধ্যায় বাংলাদেশি হাজিরা মিনার উদ্দেশে রওনা হবেন।