নারী ওমরাহ যাত্রীদের পোশাক নিয়ে তিনটি নির্দেশনা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
মঙ্গলবার মন্ত্রণালয়ের এক্স একাউন্ট থেকে নির্দেশনাটি জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়,
প্রথমত, নারীরা ওমরাহর জন্য আলংকারিক পোশাক পরিহার করে সাদাসিধে পোশাক নির্বাচন করবেন।
দ্বিতীয়ত, পোশাক ঢিলেঢালা হতে হবে।
তৃতীয়ত, পোশাক এমন হতে হবে, যা পরিধান করার পর দেহের কোনো অংশ প্রকাশিত হয় না।
এই তিন নিদের্শনা পালন করে নারীরা যেকোনো পোশাকই ওমরাহর সফরে পরিধান করতে পারবেন।
Discussion about this post