দীর্ঘ ৫২ বছর ধরে সিংহাসনে থাকার পর অবশেষে ডেনমার্কের রাণী দ্বিতীয় মার্গরেথা। আগামী ১৪ জানুয়ারি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তিনি নিজেই। তার বড় ছেলে যুবরাজ ফ্রেডেরিক তার স্থলাভিষিক্ত হবেন। গতকাল রবিবার নববর্ষের বাৎসরিক ভাষণে তিনি এ ঘোষণা দেন।
জানাযায়, ১৯৭২ সালে তিনি সিংহাসনে আরোহণ করেছিলেন। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তিনিই ইউরোপের সবচেয়ে দীর্ঘকালীন রাণী। তার বর্তমান বয়স এখন ৮৩
রাণী জানান, ‘তার দেহে অস্ত্রোপচার হয়, সেই অস্ত্রোপচার ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনাকে বাড়িয়ে দেয় পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্বভার অর্পণ করার সময় এসে গেছে কি না তা নিয়ে তিনি ভাবেন।
তিনি আরো বলেন, ‘আমি মনস্থির করেছি যে- এটাই উপযুক্ত সময়। আমার পরমপ্রিয় বাবার স্থলাভিষিক্ত হওয়ার ৫২ বছর পর ২০২৪ সালের ১৪ জানুয়ারি আমি ডেনমার্কের রাণীর পদ থেকে সরে দাঁড়াবো।’
ডেনমার্কে নির্বাচিত পার্লামেন্ট ও তাদের সরকারের হাতেই সমস্ত আনুষ্ঠানিক ক্ষমতা ন্যস্ত। রাজা বা রাণী দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকবেন, এমনটাই প্রত্যাশা করা হয়। বিভিন্ন প্রদেশে সফর থেকে জাতীয় দিবস উদযাপন করার মতো পরম্পরাগত কর্তব্যে দেশের প্রতিনিধিত্ব করাই তার কাজ।
জেআই/
Discussion about this post