আঞ্চলিক কূটনীতি এবং নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনার জন্য দু’দিনের ইরান সফরে রোববার তেহরান পৌঁছেছেন ওমানের সুলতান হিশাম বিন তারিক আল-সাইদ। মাসকটের মধ্যস্ততায় ইরান ও বেলাজিয়ামের মধ্যে বন্দী বিনিময় সম্পন্ন হওয়ার প্রেক্ষাপটে এই সফর হচ্ছে।
পাশ্চাত্যের সাথে ইরানের মধ্যস্ততার কাজটি ওমান দীর্ঘ দিন ধরে করে আসছে। তারা বেশ কয়েকজন বিদেশী নাগরিক এবং দ্বৈত নাগরিকের মুক্তির ব্যাপারে মধ্যস্ততা করেছে।
গত শুক্রবার ওমানের সহায়তায় এক বেলজিয়ান সাহায্যকর্মী ও এক ইরানি কূটনীতিক মুক্তি পায়। গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০২২ সালে ওই বেলজিয়ান সাহায্যকর্মীকে গ্রেফতার করা হয়েছিল। তাকে ৪০ বছরের কারাদণ্ড এবং ৭৪টি চাবুকের আঘাত দেয়ার শাস্তি দেয়া হয়। আর ফ্রান্সে বোমা হামলার ষড়যন্ত্র করার অভিযোগে ইরানি কূটনীতিককে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।
এখনো বিপুলসংখ্যক বিদেশী ও দ্বৈত নাগরিক ইরানের কারাগারে রয়েছে। তাদের বেশির ভাগের বিরুদ্ধে নিরাপত্তা-সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
Discussion about this post