ভুল ছবি পোস্টের জন্য দুঃখপ্রকাশ করেছে সামাজিক সংগঠন বিদ্যানন্দ। তাদের ফেসবুক পেজে এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক বিদ্যানন্দ পেইজে পোস্ট হওয়া একটি কোলাজ ছবি তে ভুল ছবি সংযুক্ত হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের প্রজেক্ট টিম বঙ্গবাজারের পোড়া কাপড় থেকে অলংকার বানানোর জন্য ইন্টারনেট থেকে বেশ কিছু স্যাম্পল ছবি ডাউনলোড করে। স্যাম্পল ছবি দেখে বানানো প্রোডাক্টগুলোর ছবি সোশ্যাল মিডিয়া টিমকে পাঠানোর সময় ভুল বশত ইন্টারনেটের রেফারেন্সিয়াল ছবিগুলোও পাঠিয়ে দেয়।
সোশ্যাল মিডিয়া টিম যথাযথ ভেরিফিকেশন ও অনুমোদন ছাড়া ছয়টি ছবির একটি কোলাজ তৈরী করে যেখানে দুইটি ছবি বিদ্যানন্দের হলেও বাকী চারটি ছবিই হয় ইন্টারনেটের সে রেফারেন্সিয়াল ছবি। এ ভুল আমাদের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে আমরা পোস্টটি ডিলিট করি এবং ইন্টারনাল ইনভেস্টিগেশন করি। আমরা ভুল ছবি কমিউনিকেট করার দায়ভার নিচ্ছি এবং পেইজের সম্মানিত শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। বিদ্যানন্দের প্রতি আপনাদের আবেগ, বিশ্বাস, শ্রদ্ধা ও ভালোবাসাকে আমরা সম্মান করি। তাই ভবিষ্যতে যাতে এ ধরনের ভুল না হয়, সে ব্যাপারে যত্নশীল ও আন্তরিক হওয়ার চেষ্টা করবো।
তবে এমন ঘটনা এই বারেই প্রথম নয়, ইতিপূর্বে এক ছবি বার বার ব্যবহার এবং একজন মানুষকে ব্যবহার করে ভিন্ন ভিন্ন প্রোগ্রামের নামে চালিয়ে দেওয়াসহ আরো অনেক অভিযোগ রয়েছে বিদ্যানন্দের নামে। যার ফলে এই ঘটনায় নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে এই সংগঠনটিকে।
Discussion about this post