জাসেদুল ইসলাম : সংযুক্ত আরব আমিরাতে বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার শারজায় নূর আল হেলাল রেস্টুরেন্টের হল রুম সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। সংগঠনের সিনিয়র সহ সভাপতি গোলাম মুস্তফার সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন ও সাংগঠনিক সম্পাদক জামসেদ মুল্লার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আমিরাত বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আবুধাবি মহানগর বিএনপির সভাপতি ইসমাঈল হোসেন তালুকদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামীর আন্দোলন হবে এক দফার আন্দোলন এই স্বৈরাচারী সরকারের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। বাংলাদেশকে সব স্তরে ফোকলা করে দিয়েছে এই সরকার। ইসলামি ব্যাংক সহ প্রায়ই ব্যাংক আজ দেওলিয়ার পথে। এই সরকারের কাছে কোন কিছুই নিরাপদ না। ১০ তারিখের মহাসমাবেশ নিয়ে তাঁরা বলেন, মানব সুনামিতে রূপান্তরিত হবে। সরকার প্রশাসন ও তাদের লেলিয়ে দেওয়া হেলমেট বাহিনী গুন্ডাবাহিনী সবাই একত্রিত হয়েও এই সুনামিকে কেউ রুখতে পারবেনা বলে উল্লেখ করেন। এসময় যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ অসংখ্য নেতা কর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে।
এতে প্রধান বক্তা ছিলেন, আমিরাত বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শারজাহ বিএনপির সভাপতি প্রকৌশলী করিমুল হক, সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আমিরাত বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি সেলিম উদ্দিন সন্দ্বীপি, সদস্য শাহিনুর শাহিন, সদস্য এস,এম,মোদাচ্ছের শাহ, শাহাদাত হোসেন সুমন, নাসির উদ্দীন চৌধুরী, ফরিদ আহমেদ শাহিন, মুজিবুল হক মঞ্জু ও বিশেষ অতিথি হিসাবে ছিলেন, শফিকুল আলম সজিব খান, জাকারিয়া রাশেদ, মনির খান, ভিপি ইলিয়াস, এরশাদ, সাহেদুল ইসলাম সাহেদ, মোহাম্মদ ইউনুস, শহিদুল হক আজমান, শহিদুল্লাহ, আবুল হাসেম প্রমূখ।