মুহাম্মাদ ইছমাইল,
আরব আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাইয়ে প্রথমবারের মত বইমেলা ও বঙ্গসাংস্কৃতি উৎসব শুরু হচ্ছে আজ। মেলার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ কনস্যুলেট দুবাই।
প্রবাসীদের নিয়ে প্রথমবারের মত আয়োজিত এই বইমেলা ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে । বৈচিত্রতা নিয়ে আসার জন্য সৃজনশীল টিম অবিরাম কাজ করে যাচ্ছে। সাংস্কৃতিক আয়োজনকে মনোমুগ্ধ করে তোলার জন্য বাংলাদেশী ও পশ্চিম বাংলার শিল্পীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
মেলায় ঢাকা থেকে যোগ দিচ্ছে ত্রিশটি প্রকাশনা সংস্থা। মেলায় ৫০ টি স্টল বরাদ্দ রাখার কথা থাকলেও চাহিদার কারণে স্টল সংখ্যা দাঁড়িয়েছে এখন ৭৩টি। প্রবাসে অবস্থানরত কবি সাহিত্যিকদের বই মেলায় উপস্থাপনের সুযোগ দেওয়া হচ্ছে।
মেলা দুবাইয়ে অনুষ্ঠিত হওয়ার কারণে আন্তর্জাতিক কবি সাহিত্যিকদের মিলন মেলায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
ইতিমধ্যে মেলার প্রায় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
কনস্যুলেট সুত্রে জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠান বর্ণাঢ্য করে তোলার জন্য বইমেলা ছাড়াও আরো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ কনস্যুলেট দুবাই।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। মেলা উদ্বোধন করবেন প্রখ্যাত কবি ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কবি কামাল আব্দুল নাসের চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর।
সার্বিক বিষয়ে বি এম জামাল হোসেন বলেন, কনস্যুলেট প্রাঙ্গণে এই প্রথম তিনদিনব্যাপি বইমেলার আয়োজন করা হচ্ছে। প্রবাসে মানসম্পন্ন লেখক তৈরী এবং পাঠক আগ্রহ সৃষ্টি করা আমাদের লক্ষ্য। ইতোমধ্যে প্রবাসীদের থেকে সন্তোষজনক সাড়া পেয়েছি। বাংলাদেশ বইমেলা স্থায়ী প্রবর্ত্তন করা এবং আগামীতে এই মেলায় পরিসর আরও বাড়ানোর ও প্রতি বছর নভেম্বর করার পরিকল্পনা রয়েছে।
প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রস্তুতি সন্তোষজনক। সবকিছু ঠিক থাকলে কাল যথাসময়ে মেলার উদ্বোধন হবে।
Discussion about this post