আবুধাবির বিগ টিকেটে জয়ী হওয়াটা অনেকের কাছে স্বপ্ন । কারণ এটি ভাগ্যগে পাল্টে দিতে পারে চোখের পলকে। শারজাহ প্রবাসী আরিফ খান আবুধাবির ‘মাইটি ২০ মিলিয়ন’ র্যাফেল ড্রতে জয়ী হয়ে রাতারাতি হয়ে গিয়েছেন বিশ মিলিয়নের মালিক। বাংলাদেশি অর্থের পরিমানে দাড়ায় প্রায় পঞ্চাশ কোটি টাকা। তারপরেও তিনি পুরোনো শেকড় ধরেই এগোতে চান। আমিরাতে ব্যবসার পরিধি বাড়ানোর পাশাপাশি আর্তমানবতার কাজে নিজেকে আরো বেশী সম্পৃক্ত করতে চান তিনি।
আরিফ খান বলেন, “আমি গত বছরের আগস্ট থেকে বিগ টিকেট কিনতে শুরু করি,এই পর্যন্ত ৭বার কিনেছি। এইবার আল্লাহর রহমতে জয়ী হয়েছি”।
আরিফ খানের পুর্বে চট্রগ্রামের আরেক প্রবাসীও বিগ টিকেটে জয়ী হয়েছিলেন। অর্থ্যাৎ বিগ টিকেটে জয়ী হওয়া বাংলাদেশিদের মধ্যে আরিফ খান দ্বিতীয় ব্যক্তি। ফরিদপুরের চর ভদ্রআসন থানার সন্তান আরিফ মা-বাবা-স্ত্রী- দুই সন্তান এবং ভাইদের নিয়ে সুখে আছেন বলে জানান।
২০০৭ সালে সৌদি আরব গিয়ে ভাগ্যের পরিবর্তন না আসলে ১২ বছর পর দেশে চলে আসেন। দেশেও ভালো অবস্হান সৃষ্টি করতে না পারায়, ২০১৯ সালে ভিজিট ভিসায় ভাগ্য পরিবর্তনের আশায় পাড়ি জমায় দুবাইয়ে। প্রথম এক বছর ঘুরাফেরা করার পর ড্রাইভিং লাইসেন্স নেওয়া হলে, চাচার কাছেই ব্যবসা শিখেন। এবং ব্যবসাতেই নেমে পড়েন তিনি।
আরিফ খান বাংলাদেশি হওয়াতে, তার প্রপ্তিতে এখন আমিরাত প্রবাসীদের মধ্যেও অনেকটা উল্লাস কাজ করছে। তারাও চান, তিনি যেন এ অর্থ নিজের প্রয়োজন মেটানোর পাশাপাশি সামাজিক-মূলক কাজেও আরো এগিয়ে আসেন।






















