প্রায় ২০০ আরোহীসহ মস্কোগামী একটি যাত্রীবাহী বিমান আটকে দিয়েছে শ্রীলঙ্কার বিমান কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২ জুন) কলম্বো থেকে রাশিয়ার মস্কোতে ফেরত যাওয়ার সময় বিমানটিকে আটকে দেওয়া হয়। খবর ফউরালস।
বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, বুধবার (১ জুন) মস্কো থেকে কলম্বোতে পৌঁছায় অ্যারোফ্লোট এয়ারবাস এ-৩৩০ মডেলের ওই যাত্রীবাহী বিমানটি।
বৃহস্পতিবার এটির মস্কোর উদ্দেশে কলম্বো ছাড়ার কথা থাকলেও কলম্বোর বাণিজ্যিক আদালতের আদেশে সেই ফ্লাইট বাতিল করা হয়।
ইউক্রেনে মস্কোর সামরিক অভিযান ঘিরে পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞার কারণে চলতি বছরের মার্চ মাসে সমস্ত আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করেছিল অ্যারোফ্লোট নামে রাশিয়াভিত্তিক বিমান পরিবহন সংস্থাটি।
তবে পরের মাসেই কলম্বোতে তারা আবারও কার্যক্রম শুরু করে।
মস্কোর কাঁধে চাপিয়ে দেওয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সঙ্গে রাশিয়ার উড়োজাহাজ আটকে দেওয়ার কোনো সংযোগ আছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওই উড়োজাহাজের সব যাত্রী ও ক্রুকে হোটেলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বন্দরনায়েক বিমানবন্দর কর্তৃপক্ষ।
Discussion about this post