সনজিত কুমার শীল,
সংযুক্ত আরব আমিরাত শারজায় মহারাজের ১১৯ তম শুভ জন্মজয়ন্তী উৎসব উৎযাপন ২০২২ উপলক্ষে প্রবাসী পার্থ সারথি গীতা সংঘে আলোচনা ও ধর্মীয় সভার আয়োজন করা হয় ৷ মন্দিরে এক মহতি ভাগবতীয় অনুষ্ঠান রুপন দাশের সভাপতিত্তে ও প্রদীপ ভট্টাচার্যের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে গুরু পূজা, গীতা পাঠ,, ভোগারতি, গুরুভজন,গুরু মহারাজের জীবনী নিয়ে আলোচনা, মহাপ্রসাদ ও মহানাম সংকীর্তনের আয়োজন করা হয়। এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অদুল – অনিতা ট্রাষ্টের চেয়ারম্যান, প্রবাস ও বাংলার সনাতনী সমাজের অহংকার, মন্দির উন্নয়নের রুপকার,বিশিষ্ট দানবীর শ্রীযুক্ত বাবু অদুল কান্তি চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অদ্বৈত-অচ্যুত মিশন সংযুক্ত আরব আমিরাত শাখার আহবায়ক শ্রীযুক্ত বাবু সুনীল শীল, অর্থ সচিব বিকাশ বাবু,অদুল-অনিতা ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অনিতা চৌধুরী, আবুধাবি ও মুসাফার প্রবীণ ভক্ত কানুলাল দাশ, ব্যবসায়ী ও সাংবাদিক সঞ্জিত কুমার শীল, প্রদীপ দত্ত, অপু দাস,প্রসেনজিৎ শীল,অপু দাশ, বিপ্লব দাস,সমির শর্মা, সুদর্শন দাশ সহ আরো অন্যান্য ভক্তের সমাগম ঘটে। পরিশেষে বিশ্ব শান্তি কামনায় সজল দের উপস্থাপনায় মহানাম সংকীর্তনও শান্তির বানীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Discussion about this post