প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে সংযুক্ত আরব আমিরাতে দশ বছর মেয়াদী গোল্ডেন ভিসা পেলেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। মঙ্গলবার দুবাই ইমিগ্রেশন বাংলাদেশি এই তারকা ক্রিকেটারকে দশ বছর মেয়াদী গোল্ডেন ভিসা প্রদান করেন।
সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন দেশের চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, মেধাবী শিক্ষার্থী, তারকা শিল্পী, অভিনেতা-অভিনেত্রী, তারকা খেলোয়াড় সহ বিশেষ অবদান রাখা ব্যক্তিদের দশ বছরের গোল্ডেন ভিসা প্রদান করছে। ইতিমধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে এই ভিসা গ্রহণ করেছেন অনেক বাংলাদেশি।
পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা, পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম, সাবেক অধিনায়ক শোয়েব মালিক, গলফার জিভ মিলখা সিংয়ের মতো দুবাইয়ের দশ বছরের গোল্ডেন ভিসা পেয়ে নিজেকে সম্মানিত মনে করছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
Discussion about this post