হাসপাতালের বেডে শুয়ে ইসলাম গ্রহণ করেছেন ৬২ বছর বয়সী এক ইউক্রেনীয় বৃদ্ধ।
বুধবার তুরস্কের এসকিশেহিরে আনুষ্ঠানিকভাবে ইসলামে প্রবেশ করেন তিনি।
ওই বৃদ্ধের নাম ভিক্টর পারকোমেনকো। তার ইসলাম গ্রহণের সময় এসকিশেহিরের প্রাদেশিক মুফতি ও ভিক্টরের বেশ কয়েকজন স্বজন উপস্থিত ছিলেন।
এ সময় তিনি বলেন, ‘আপনি অসুস্থ। এজন্য বেশি সময় নেব না। এখন-ই আপনাকে ইসলামে প্রবেশের দরজা চিনিয়ে দেব।’ এরপরই এসকিশেহেরের মুফতি তাকে কালিমায়ে শাহাদাত পাঠ করিয়ে ইসলামে দীক্ষিত করেন।
ইসলামে প্রবেশের পর মুফতি সাহেব তাকে জানান, আপনি এখন সম্পূর্ণ নিষ্পাপ। একইসাথে একজন ফেরেশতা তুল্য মানুষে রূপান্তির হয়েছেন। বিশ্বের সমস্ত মুসলিম এখন আপনার ভাই। আল্লাহ আপনাকে জান্নাত দান করুন।
এ সময় মুফতি তাকে পবিত্র কুরআনের একটি নুসখা হাদিয়া দেন এবং তার নতুন নাম দেন ‘কাদির’। লাইলাতুল কদর উপলক্ষে এই নামটি নির্ধারণ করা হয়।
সূত্র : আলজাজিরা
Discussion about this post