বিচারক হিসেবে একটি কিরাত প্রতিযোগিতায় অংশ নিতে তানজানিয়ায় গেলেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইকরা) সভাপতি ও বাংলাদেশ কিরাত ইনস্টিটিউটের পরিচালক কারি শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী।
মঙ্গলবার (১২ এপ্রিল) রাত ৯টায় একটি ফ্লাইটের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
‘খিদমাতুল কুরআন ফাউন্ডেশন অব তানজানিয়া’র উদ্যোগে ১৮তম এ কিরাত প্রতিযোগিতা চলবে আগামী ১৪ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত। সম্মেলনে প্রতিযোগীদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরাও অংশ নেবেন। ফাউন্ডেশনের সভাপতি আলী মুহাম্মাদ সালেহ এক বিবৃতিতে এসব তথ্য জানান।
জানা গেছে, সম্মেলন শেষে আগামী ১৮ এপ্রিল দেশে ফিরবেন কারি শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী। ২০১২ সালেও তানজানিয়ায় এ কিরাত প্রতিযোগিতার বিচারক ছিলেন তিনি। কারি আহমাদ বিন ইউসুফ আল আযহারী বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াত ও কিরাতের পথপ্রদর্শক কারি মো. ইউসুফ (রহ.) এর বড় ছেলে।
Discussion about this post