সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত অভিবাসীদের ভিক্ষাবৃত্তিতে নিরুৎসাহিত করছে দেশটির সরকার। অবৈধ পন্থায় অর্থ আয়ের এই চর্চা রোধে কঠোর আইনও রয়েছে আরব আমিরাতে। সংযুক্ত আরব আমিরাতে ভিক্ষাবৃত্তিতে লিপ্ত হয়ে স্থানীয় আইন নিয়ন্ত্রন সংস্হার হাতে আটক হলে তিন মাসের জেল সহ পাঁচ হাজার দিরহাম জরিমানা গুণতে হবে । সম্প্রতি ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করতে এক টুইট বার্তায় এমন তথ্য দিয়েছেন আরব আমিরাতের পাবলিক প্রসিকিউশন (পিপি)।
যে কোনো উপায়ে ভিক্ষাবৃত্তিরত অবস্থায় ধরা পড়লে ২০২১ সালের ফেডারেল ডিক্রি আইন নং ৩১-এর ৪৭৫ অনুচ্ছেদ অনুযায়ী অপরাধ এবং জরিমানা সংক্রান্ত আইনে ব্যবস্থা নেয়া হবে।
পিপি আরো জানিয়েছে, ভিক্ষাবৃত্তিকে সর্বাবস্থায় গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। যদি ভিক্ষুক সুস্থ থাকে এবং তার জীবনযাপনের আপাত উৎস থাকে, যদি সে আহত হওয়ার ভান করে বা তার স্থায়ী অক্ষমতা না থাকে, তৃতীয় পক্ষকে আকর্ষণ করতে ভান করে বা অন্যদের প্রভাবিত করতে প্রতারণার আশ্রয় নেয় বা অন্য কোন পন্থা অবলম্বন করে তবে সেক্ষেত্রে কঠিন শাস্তি দেয়া হবে।
এদিকে রমজানের ১ম সপ্তাহে ভিক্ষাবৃত্তির অভিযোগে দুবাই পুলিশ ১৭৮ ভিক্ষুককে গ্রেফতার করেছে,
Discussion about this post