সৌদি আরব বলেছে, দেশটি একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। যা ২০২১ সালের পুরো বছরে কার্যকর করা মৃত্যুদণ্ডের চেয়ে বেশি।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ বলেছে, মৃত্যুদণ্ড কার্যকর করা ব্যক্তিদের মধ্যে সাত ইয়েমেনি এবং এক সিরিয়ান রয়েছেন। তারা ‘একাধিত জঘন্য অপরাধে অভিযুক্ত’ ছিলেন। এর মধ্যে কারও কারও বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএস), আল-কায়েদা বা ইয়েমেনের হুতি বিদ্রোহী সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়। শনিবার এই খবর প্রকাশ করেছে বিবিসি অনলাইন।
মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করে বলছে, সোদি আরবে অনেকে সুষ্ঠু বিচার পান না। যদিও সৌদি সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।
দেশটির বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ১৩ জন বিচারক মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের বিচার করেছেন এবং তিন স্তরের বিচার ব্যবস্থার মধ্য দিয়ে তাদের বিচার কার্য সম্পাদন হয়।
তাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা, নিরাপত্তা রক্ষীদের হত্যা বা লক্ষ্যবস্তুতে পরিণত করা, অপহরণ, নির্যাতন, ধর্ষণ এবং দেশে অস্ত্র পাচারের অভিযোগ আনা হয়।
বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকর করা দেশের শীর্ষ তালিকায় থাকা দেশের মধ্যে সৌদি আরব একটি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের করা তালিকায় অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করা দেশের মধ্যে সৌদি পাঁচ নম্বরে আছে। আর চারে চীন, তিনে ইরান দুইয়ে মিসর এবং এক নম্বরে আছে ইরাক।






















