সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি মূল্য আবারও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি. মার্চ মাসের শুরু থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হবে
আমিরাতের জ্বালানি তেলের মূল্য নির্ধারণ কমিটির তথ্য মতে, পেট্রোলের দাম লিটার প্রতি ৩ দিরহাম অতিক্রম করেছে।
চলতি বছরের মার্চ মাসে দাম বেড়ে প্রতি লিটার সুপার-৯৮ পেট্রোলের দাম নির্ধারণ করা হয়েছে ৩.২৩ দিরহাম, যা ফেব্রুয়ারি মাসে ছিল ২.৯৪ দিরহাম। দাম বেড়েছে ২৯ ফিলস।
স্পেশাল-৯৫ পেট্রোলের সর্বশেষ দাম ছিল প্রতি লিটার ২.৮২ দিরহাম। মার্চে দাম বেড়ে তা হবে ৩.১২ দিরহাম। দাম বেড়েছে ৩০ ফিলস।
ই-প্লাস ৯১ পেট্রোলের দাম ছিল ২.৭৫ দিরহাম প্রতি লিটার। মার্চে যা বেড়ে দাঁড়িয়েছে ৩.০৫ দিরহাম। দাম বেড়েছে ৩০ ফিলস।
ফেব্রুয়ারিতে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ২.৮৮ দিরহাম। এবার ৩১ ফিলস বাড়িয়ে তা করা হয়েছে ৩.১৯ দিরহাম।
Discussion about this post