১ লা মার্চ থেকে ওমান প্রবেশে লাগবে না করোনা পরীক্ষা, মহামারি করোনা সংক্রমণ ঠেকাতে ওমানে প্রবেশে ৭২ ঘণ্টা পূর্বে করোনা পরীক্ষার যে বিধিনিষেধ ছিল তা মঙ্গলবার প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার.
২৮ ফেব্রুয়ারি সোমবার ওমানের করোনা প্রতিরোধের সুপ্রিম কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্তের ঘোষণা দেয়া হয়।
দেশটির জাতীয় গণমাধ্যমে জানানো হয়, ওমান সরকার কর্তৃক অনুমোদিত করোনার দুই ডোজ গ্রহণ করা যে কেউ দেশটিতে প্রবেশের পূর্বে কোন প্রকার করোনা পরীক্ষা দিতে হবে না। ফলে দুই বছর ধরে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করে নিলো ওমান।
০১ মার্চ থেকে শিথিল করা হয়েছে মাস্কের ব্যবহারও। বাইরে চলাফেরায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক নয়। তবে, সংকীর্ণ স্থানে পাশাপাশি থাকলে মাস্ক পরিধান করতে হবে। এছাড়া হোটেলগুলোতেও ধারণক্ষমতার শতভাগ বুকিং নেওয়া যাবে বলেও সিদ্ধান্ত হয়।
Discussion about this post