বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের নিয়ে গঠিত ফেনী জেলা প্রবাসী পরিবারের উদ্যোগে ২ হাজার কপি পবিত্র কুরআন শরীফ ও কম্বল বিতরণ কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়েছে। এসব কুরআন শরীফ ফেনীর ৪৩ টি ইউনিয়নের প্রায় ৮৬ টি মাদ্রাসায় পর্যায়ক্রমে বিতরণ করা হবে। এছাড়াও মাদ্রাসার ছাত্র ও ছাত্রীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
বুধবার ০২ ফেব্রুয়ারী সকালে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের জামেয়া এমদাদিয়া দক্ষিণ মধুয়াই মাদ্রাসায় কুরআন ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন ফেনীর উপ-পরিচালক মো: ইউসুফ আলী ও সম্মানিত অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ।

জামেয়া এমদাদিয়া দক্ষিণ মধুয়াই মাদ্রসার মুহতামিম আলহাজ হাফেজ রফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে ও ফেনী থেকে প্রকাশিত দৈনিক স্টার লাইন পত্রিকার সহ-সম্পাদক ও ফেনী জেলা প্রবাসী পরিবারের বাংলাদেশ প্রতিনিধি নজরুল বিন মাহমুদুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বালিগাঁও ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার, মধুয়াই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শহজাহান, ২ নং ওয়ার্ড’র নব-নির্বাচিত মেম্বার মাষ্টার মোহাম্মদ মাহফুজ মিয়া ও ৩ নং ওয়ার্ড’র মেম্বার মো: হানিফ এবং জামেয়া এমদাদিয়া দক্ষিণ মধুয়াই মাদ্রসার সেক্রেটারী লুৎফুর করিম সেলিম।

কুরআন বিতরণ ও কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: আবুল হাসান, কামরুল ইসলাম, হাজী রিয়াদ হোসেন ও ফেনী জেলা প্রবাসী পরিবারের এডমিন, মডারেটর ও সদস্য, গণমাধ্যমকর্মী সহ বিপুল সংখ্যক স্হানীয় জনগন উপস্থিত ছিলেন।
ফেনী জেলা প্রবাসী পরিবারের গ্রুপ ক্রিয়েটর কাতার প্রবাসী মিলন আহমেদ জানান, ফেনী জেলা প্রবাসী পরিবারের উদ্যোগে ইতোপূর্বে ফেনীর ৬ টি উপজেলায় প্রায় ৩ হাজার মাদ্রাসা ছাত্র ও এতিমদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়েছে। আমাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে জেলার ৪৩ টি ইউনিয়নের প্রায় ৮৬ টি মাদ্রাসায় পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হবে। তিনি আরো বলেন, পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নের মাদ্রাসাগুলোতে কুরআন শরীফ পৌঁছে দেয়া হবে।
























