প্রেস বিজ্ঞপ্তিঃ
সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত টেকনাফ উপজেলার প্রত্যন্ত এলাকার প্রবাসীদের একতা ও উন্নয়নে অঙ্গীকারবদ্ধ সামাজিক সংগঠন ‘টেকনাফ সমিতি ইউএই’র নতুন কমিটি গঠন হয়েছে। গত ২৬ নভেম্বর শারজাহ হুদাইবিয়া রেস্টুরেন্টের হল রুমে বার্ষিক কর্মশালা ও মতবিনিময় সভায় ড. মাওলানা আব্দুস সালামকে সভাপতি ও মুহাম্মদ শাহ জাহান কে সাধারণ সম্পাদক করে ২০২২-২০২৩ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির অন্যান্য দায়িত্বশীল বৃন্দ যথাক্রমে – উপদেষ্টা পরিষদ সদস্য, জাফর আমির, মাওঃ মুহাম্মদ লোকমান, আব্দুর রহিম, ছৈয়দ আলম (পুলিশ আলম), নুর আহমদ, নুরুল আলম। সিঃ সহ সভাপতি – আলী হোছাইন, সহ সভাপতি – রাশেদ উল্লাহ, সহ সেক্রেটারি – নবী হোছাইন, সাংগঠনিক সম্পাদক – ছৈয়দ আকবর, অর্থ সম্পাদক – মুহাম্মদ ইদ্রিস, প্রচার সম্পাদক -মাওঃ আজিজ উল্লাহ নির্বাহী সদস্য-হোছাইন বাদশা, মুহাম্মদ খোরশেদ, খালেদ নাসের।
পরিকল্পনা পরিষদ উপ সদস্য – মুহাম্মদ ইদ্রিস, মুহাম্মদ আলম চৌং, হোছাইন সুলতান, হাফেজ নুরুল হোছাইন, মুহাম্মদ তৈয়ব, হাছান গুরা মিয়া, কামাল হোছাইন, আব্দুল আজিজ আহমদী , মুছা জাফর, হোছাইন আহমদ, তাহের কবির, সাইফুল ইসলাম, মুহিব উল্লাহ প্রমুখ।
Discussion about this post