আগামী শনিবার (৪ ডিসেম্বর) থেকে করোনাভাইরাস প্রতিরোধী টিকার এক ডোজ সম্পন্ন করা যে কোনো দেশের নাগরিক সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে এ তথ্য।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৪ ডিসেম্বর থেকে করোনার টিকার এক ডোজ সম্পন্ন করা যে কেউ সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে শর্ত হচ্ছে, সেখানে পৌঁছার পর তাদেরকে তিন দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এদিকে, শনিবার দেশটিতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে দুইজনের এবং নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৯ জন। নতুন আক্রান্তদের মধ্যে রিয়াদের ১১ জন, জেদ্দার ৭ জন, মদিনার ২ জন, মক্কার ২ জন এবং অন্যান্য শহরে একজন করে রয়েছেন।
দেশটিতে এখন পর্যন্ত করোনার টিকার ৪৭ দশমিক ২ ডোজ সম্পন্ন হয়েছে।


























