আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত বা ইউএই’র সেনাবাহিনীর জেনারেল আহমেদ নাসের আল-রাইসি।
রাইসি আগামী ৪ বছর ইন্টারপোলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। তিনি আমিরাতের নিরাপত্তা বাহিনীর প্রধান ছিলেন।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, ইউএই’র কয়েকজন শীর্ষ পর্যায়ের রাজনৈতিক বন্দিদের ওপর নির্যাতন চালানোর অভিযোগে তার বিরুদ্ধে ফ্রান্স এবং তুরস্কসহ কয়েকটি দেশে মামলা রয়েছে।
এদিকে ইন্টারপোলের মত একটি আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থায় আল-রাইসিকে নির্বাচিত করায় ক্ষুব্ধ মানবাধিকার সংস্থাগুলো। এমনকি ইউএই যখন সভাপতি নির্বাচনের জন্য তাকে মনোনয়ন দেয় তখনই হিউম্যান রাইটস ওয়াচসহ প্রায় ২০টি মানবাধিকার সংস্থা একটি খোলা চিঠি প্রকাশ করে এবং তাকে ইন্টারপোলের প্রধান পদে বিবেচনা না করার জন্য সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানায়। যদিও রাইসি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
চলতি মাসে জার্মানির তিনজন সংসদ এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘রাইসিকে নিয়োগ করা হলে ইন্টারপোলের সুনাম বিনষ্ট হবে।’ কিন্তু সংযুক্ত আরব আমিরাত এই আশঙ্কা নাকচ করে বলেছে, ইউএই বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি এবং সেজন্য তারা গর্বিত। সূত্র: বিবিসি বাংলা
Discussion about this post