সংযুক্ত আরব আমিরাতে ‘বাংলাদেশী লেডিস ইন ইউএইর’ দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ও নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার আজমানের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠিত বর্ষপূর্তিতে স্বাগত বক্তব্য রাখেন অ্যাডমিন লাবণ্য আদিল।
প্রধান অতিথি কনসাল জেনারেল বলেন,’বিশ্বের দেশে দেশে বাংলাদেশি নারীদের অগ্রযাত্রা এখন আশার আলো দেখায়। আমিরাতেও এর ব্যতিক্রম নয়৷ আমিরাতে বাংলাদেশি নারী উদ্যোক্তারা দেশের ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি রেমিট্যান্স বৃদ্ধিতে ও ভুমিকা রাখছে ৷ দুবাই কনস্যুলেট নারীদের ঐক্যবদ্ধ থাকা ও ব্যবসা বাণিজ্যে এগিয়ে চলাকে স্বাগত জানায়।’
বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি প্রাণের স্পন্সরে নারী উদ্যোক্তাদের সম্মাননা অনুষ্ঠানে প্রাণ গ্রুপের মার্কেটিং ম্যানেজার সিরাজুস সালেহিন বলেন, ‘বিশ্বের দেড় শতাধিক দেশে প্রাণের বিচরণ। প্রতিটি দেশেই বাংলাদেশি নারী উদ্যোক্তাদের আমরা সম্মান জানাই। সেই ধারাবাহিকতায় আমিরাতে কিছু নারীদের সম্মাননা অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় প্রাণ গ্রুপ আনন্দিত। আগামীতে এর ধারাবাহিকতা বজায় থাকবে। আরব আমিরাতে যেভাবে নারীরা সাহস ও দক্ষতার প্রমাণ দিচ্ছেন তা বাংলাদেশের জন্য কল্যাণকর।’
গ্রুপ অ্যাডমিন লিজা হোসেনের ও সভাপতিত্বে ও মডারেটর পারভীন জলি, শারমিন রাখি, নওরিন রিমের ও রুমা হাসানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কনসাল জেনারেলের সহধর্মিণী আবিদা হোসেন, জেসমিন মাহাবুব সিআইপি, মোহাম্মদ এয়াকুব সৈনিক, জসিম মল্লিক, প্রাণ গ্রুপের ডিজিটাল মার্কেটিং কোঅর্ডিনেটর রুমা হাসানসহ অনেকে।
সবশেষে সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ ছিল নানা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
Discussion about this post