পাকিস্তানি নোবেলজয়ী মালালা ইউসুফজাইর বিয়ে নিয়ে প্রবল হতাশা প্রকাশ করেছেন নির্বাসিত ও বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। এ নিয়ে নিজের টুইটার একাউন্টে দেয়া এক টুইটে তিনি লিখেছেন, মালালা একজন পাকিস্তানিকে বিয়ে করেছে জানতে পেরে আমি ধাক্কা খেলাম। তার বয়স মাত্র ২৪। এরপরই তসলিমা বলেন, আমি জানতাম সে অক্সফোর্ডে পড়াশুনা করেছিল তাই তার উচিৎ ছিল একজন হ্যান্ডসাম প্রগতিশীল বৃটিশ ছেলের সঙ্গে প্রেম করা। একইসঙ্গে ওই টুইটে ৩০ বছরের পূর্বে মালালার বিয়ের কথা ভাবা উচিৎ হয়নি বলেও তাকে ভর্ৎসনা করেন তসলিমা।
Discussion about this post