মুহাম্মাদ শোয়াইব: ১৯১ টি দেশের অংশগ্রহণে দুবাইতে চলছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুবাই এক্সপো ২০২০। এ মেলায় দর্শকদের জন্য রয়েছে চাঁদের পাথর স্পর্শ করার এক অপূর্ব সুযোগ। জানা যায়, মেলার মার্কিন প্যাভিলিয়নে দর্শকদের জন্য মার্কিনীদের সভ্যতা-সংস্কৃতি, আবিষ্কার ও তাদের টেকনোলজিসহ অনেক কিছু প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি নাসা কর্তৃক মহাকাশ সফরকালে যে চাঁদের পাথর খন্ড আনা হয়েছিল সেখান থেকে কয়েকটি পাথরখণ্ড এই মেলাতে প্রদর্শন করা হচ্ছে। দর্শকরা সহজেই সেই পাথর স্পর্শ করার সুযোগ পাচ্ছে।

কাচের মধ্য থেকে দেখা নয়। এই পাথরে হাত রাখা যায়! ছুঁয়ে দেখা যায়! নভোযান অ্যাপোলো যেখানে অবতরণ করেছিল, তার পার্শ্ববর্তী উপত্যকা থেকে তুলে আনা হয়েছিল এই পাথর। বিজ্ঞানীরা পরীক্ষা করে বলেছেন, এই পাথরের বয়স কম করে হলেও ৪০০ কোটি বছরের কাছাকাছি।

























