হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত ৬টি আরটিপিসিআর ল্যাবে শুরু হয়নি দুবাইগামী যাত্রীদের করোনা পরীক্ষা।
ঠিক কবে বা কখন থেকে বিমানবন্দরে এই কার্যক্রম শুরু হবে তাও নিশ্চিত করতে পারেননি বেসামরিক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
এদিকে, দুবাইগামী আজকের বিশেষ ফ্লাইটটি বাতিল করা হয়েছে।
ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন জেলা থেকে বিমানবন্দরে আসা প্রবাসী বাংলাদেশিরা।
অবশেষে কাজে ফিরতে পারছেন- এমন আশা নিয়ে মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে হতাশ হতে হয়েছেন দুবাইগামী প্রবাসী বাংলাদেশিদের।
কারণ, শুরু হয়নি বিমানবন্দরে স্থাপিত আরটিপিআর ল্যাবে তাদের করোনার নমুনা পরীক্ষার কার্যক্রম।
অথচ প্রায় ১ মাসের কর্মযজ্ঞ শেষে আজ থেকে দুবাইগামীদের করোনা পরীক্ষা শুরু হবে- এমন খবর জেনেই তারা এসেছিলেন বিমানবন্দরে।
এই ভোগান্তির শেষ চান দেশের অর্থনীতিকে মজবুত করতে বিদেশের মাটিতে ঘাম ঝড়ানো এ রেমিটেন্স যোদ্ধারা।
বিমানবন্দরে ল্যাব বসানোর কার্যক্রম শেষ হলেও দুবাই থেকে মেলেনি করোনাভাইরাস পরীক্ষা শুরুর সবুজ সংকেত।
ঠিক কবে শেষ হবে দুবাইগামী প্রবাসীদের ভোগান্তি তা-ও নিশ্চিত করে জানাতে পারেননি বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী।



























