প্রখ্যাত ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী বলেছেন, আলহামদুলিল্লাহ, করোনা অতিমারির অভিঘাতে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর, স্বাস্থ্যবিধি মেনে, উৎসবমুখর পরিবেশে আজ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন তাই ঈদের আনন্দ।
তিনি তার অফিসিয়াল ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে এসব কথা বলেন। পোস্টটি দেয়ার পরপরই দুই ঘণ্টায় প্রায় ৬০ হাজার লাইক, ২৮০০ কমেন্ট ও ৮ শতাধিক শেয়ার দেখা যায়। তিনি তার পোস্টে আরও বলেন, শিক্ষার্থীরা ফিরেছে তাদের জ্ঞান আহরণের আলোকিত ভূবনে। ১৮ মার্চ ২০২০ থেকে ১২ সেপ্টেম্বর ২০২১, প্রায় ৫৩৪ দিনের দীর্ঘ বিরতি। স্বাধীনতার পর থেকে দেশজুড়ে শিক্ষাঙ্গনে এত দীর্ঘ ছুটি আমরা আর কখনো দেখিনি।
অনলাইন পাঠ কার্যক্রমে শহুরে শিক্ষার্থীরা কিছুটা উপকৃত হলেও পিছিয়ে পড়েছিল দেশের প্রান্তিক শিক্ষার্থীরা। তাছাড়া ডিভাইস আসক্তি এবং মাত্রাতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের ক্ষতি তো আছেই। দেরি করে হলেও, অবশেষে শিক্ষার্থীরা ফিরে এসেছে তাদের আপন নীড়ে।
জাতির উজ্জ্বল ভবিষ্যৎ— নতুন প্রজন্মের শিক্ষার্থীদের এ দীর্ঘ একাডেমিক গ্যাপ আল্লাহ তা’আলা পুষিয়ে দিন, তারা পুনরায় পড়াশোনায় মনোযোগী হয়ে উঠুক, শিক্ষা কার্যক্রমের এ সংকট কেটে উঠুক শীঘ্রই, শিক্ষার্থীদের পদচারণায় আবারো মুখরিত হোক ক্যাম্পাসগুলো এবং প্রাণ ফিরে পাক প্রতিটি শিক্ষাকেন্দ্র। এমনই প্রত্যাশা করেন তিনি।
Discussion about this post