মাদক মামলায় দীর্ঘ ২৭ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। আজ সকাল সাড়ে ৯টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এসময় তাকে বেশ হাসি-খুশি দেখা যায়। কারাফটক থেকে বের হয়ে সাদা গাড়িতে উঠে উপস্থিত সবাইকে হাত নেড়ে অভিবাদন জানান পরীমনি। উপস্থিত অনেকের সঙ্গে সেলফি তুলতে দেখা যায় তাকে। এরপর ওই গাড়িতে করেই বনানীর বাসার উদ্দেশে রওনা হন তিনি।
এদিকে সকাল সাড়ে ৮টায় পরীমনির খালু জসিম উদ্দিনসহ কয়েকজন নিকটাত্মীয় ও আইনজীবী অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী কারা ফটকে হাজির হন।
এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় পরীমনির জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৪ঠা আগস্ট অভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
পরদিন র্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরীমনি ও তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। ওইদিন তাকে আদালতে হাজির করলে প্রথমে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে আরও দুই দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়। ১৩ আগস্ট পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
Discussion about this post