মানবসম্পদ ও এমিরিটাইজেশন মন্ত্রণালয় (এমওএইচআরই) বুধবার ঘোষণা করেছে যে, ১৪৪৩ হিজরি নববর্ষের ছুটি ১২ আগস্ট বৃহস্পতিবার নির্ধারদণ করা হয়েছে।
ইসলামিক ক্যালেন্ডার অনুসারে, ৯ আগস্ট সোমবার জিলহজ্ব শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি মাসটি ৩০ দিন হয় তাহলে মঙ্গলবার ১০ আগস্ট ১ মহররম।
তারিখটি চাঁদ দেখা সাপেক্ষে বিবেচিত হুবে।
Discussion about this post