চট্টগ্রাম হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন কাটাখালী কুল ঐতিহ্যের সংগঠন “নজরুল সংঘ” কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) গুমানমর্দ্দন ইউনিয়ন সত্তরে জাহেদুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও মোকাম্মেল হককে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলো, সহ-সভাপতি নাজিম উদ্দীন মানিক,সহ-সভাপতি সৈয়দ আবদুল করিম, যুগ্ন সম্পাদক সৈয়দ মোহাম্মদ জাহেদ হোসেন, অর্থ সম্পাদক সজীব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবদুল আল মামুন, দপ্তর সম্পাদক শাহরিয়ার আনোয়ার ইশমাম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক দৌলত আকবর আজাদ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জাহেদুল ইসলাম, কার্যকরী সদস্য সৈয়দ আবু মোহাম্মদ ফোরহান।
নজরুল সংঘের সাবেক আহবায়ক সাহেদুল ইসলামের সভাপতিত্বে কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, রাজনীতিবিদ এডভোকেট সিরাজদ্দৌলা চৌধুরী,চট্টগ্রাম জেলা সমাজসেবা অফিসার শহীদুল ইসলাম,রাঙ্গামাটি সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর বিধান বড়ুয়া,নজরুল সংঘের সাবেক সভাপতি এবং গুমানমর্দন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি এসএম সরওয়ার্দি,সাবেক সভাপতি ও গুমানমর্দন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ ফোরকান, সংগঠনের যুগ্ন আহবায়ক সুপাল বড়ুয়া,যুগ্ন সম্পাদক মোকাম্মেল হক,যুগ্ন আহবায়ক আবদুল করিম সহ সদস্যগণ প্রমুখ।
সভায় বক্তরা মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
Discussion about this post