পোশাক কারখানা আগামীকাল (রোববার) থেকে খুলে দেওয়ার খবরে ভোলার ইলিশা ফেরিঘাটে হঠাৎ করে দেখা গেছে মানুষের ঢল। আজ শনিবার থেকে ভোর থেকে ঢাকা ও চট্টগ্রামগামী কয়েক হাজার যাত্রী ভিড় জমান। ভিড় সামাল দিতে হিমসিম খাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা।
সরজমিনে দেখা গেছে, ফেরিতে তিল ধারণের ঠাঁই নেই। যাত্রীদের চাপে শেষ পর্যন্ত ফেরি কিষানীতে কোনও যানবাহন ওঠতে পারেনি।
ফেরির পরিদর্শক কামরুল ইসলাম জানান, সকাল সোয়া ১০টার দিকে প্রায় ৩ হাজার যাত্রী নিয়ে ছেড়ে যেতে বাধ্য হয় ওই ফেরিটি। এর আগে ভোর সাড়ে ৫টার দিকে ছেড়ে গেছে ফেরি কুসুমকলি। তিনি জানান, গতরাত থেকে আজ সকাল পর্যন্ত ৫টি ফেরিতে ছিল একই অবস্থা।
ফেরির স্টাফরা জানান, যাত্রীদের চাপে ফেরিতে একটি মোটরসাইকেলও ওঠতে পারেনি।
Discussion about this post