করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৭ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে দুবাইভিত্তিক উড়োজাহাজ চলাচল সংস্থা এমিরেটস এয়ারলাইন্স।
বুধবার এমিরেটসের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অন্তত ১৪ দিনের মধ্যে যেসব যাত্রীরা ওই চারটি দেশে ভ্রমণ করেছেন তারাও এমিরেটস এয়ারলাইন্সে ভ্রমণ করতে পারবেন না।
এমিরেটস জানায়, সংযুক্ত আরব আমিরাত সরকারের নির্দেশনা অনুযায়ী এমিরেটস এয়ারলাইন্স আগামী ৭ আগস্ট পর্যন্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে যাত্রী পরিবহন বন্ধ রেখেছে।
তাছাড়া, যেসব যাত্রীরা অন্তত ১৪ দিনের মধ্যে ওই চারটি দেশে ভ্রমণ করেছেন তারা সংযুক্ত আরব আমিরাতের কোনো স্থান থেকেও ভ্রমণ করতে পারবেন না।
Discussion about this post