যাত্রীবাহী ফ্লাইটের জন্য বাতিল একটি বোয়িং-৭০৭ বিমানকে নতুন এক যাত্রার জন্য তৈরি করছিলেন ফিলিস্তিনি শ্রমিকরা। ইসরাইলি অধিকৃত পশ্চিম তীরে চালু হতে যাওয়া নতুন এক রেস্টুরেন্ট এই বিমানেই স্থাপিত হবে। তার জন্যই প্রস্তুতি চলছে সবার।
৬০ বছর বয়সী ফিলিস্তিনি দুই জমজ ভাই আতা আল-সাইরাফি ও খামিস আল-সাইরাফি রেস্টুরেন্টটির মালিক।
তারা প্রত্যাশা করছেন, যে কয়েক সপ্তাহের মধ্যে প্রথম খদ্দেরকে নাবলুসের কাছে নির্জন পাহাড়ি এলাকায় এই রেস্টুরেন্টে স্বাগত জানাবেন তারা।
বিমানের ভেতরের বসার আসন ও জানালার গ্লাস তুলে ফেলা হয়েছে।
কাঠের পাতে মোড়ানো মেঝে ও সাদা দেয়ালের অভ্যন্তরভাগে শিগগিরই রেস্টুরেন্টের টেবিল-চেয়ার স্থাপন করা হবে।
Discussion about this post