ইশতিয়াক আসিফ,আমিরাত: গত সপ্তাহে কিছু দুর্বৃত্ত হামলা করে চট্রগ্রামের হাটহাজারী থানার মুহাম্মদপুর এলাকায় প্রবাসীর ঘর তান্ডব চালিয়ে ভেঙ্গে দেয়। এসময় দুর্বৃত্তরা ঘরে ডুকে স্বর্ণালঙ্কার এবং ক্যাশ টাকা নিয়ে যাওয়ার ও অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
পরে এলাকাবাসীর প্রচেষ্টায় দুর্বৃত্তদের আটকানো হয় এবং র্যাবের হাতে তুলে দেওয়া হয় বলে জানা যায়। এদিকে উক্ত পরিবারের আমিরাত প্রবাসী বাংলাদেশ সমিতি শারজা শাখার সহ সভাপতি মোহাম্মদ শাহাদাৎ হোসেন এর বিরুদ্বে এ হামলার অভিযোগ আনা হলেও, উনি এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং অপপ্রচার দাবী করে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করে।
এসময় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন -আমার মা আমাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অভিযোগ করে বক্তব্য রেখেছে , তা উনি নিশ্চয় কারো পরোচনায় করেছে। এমনকি তিনি তার পরের বক্তব্যে আবারো এটাও বলেছেন আমার শাহাদাৎ নির্দোষ । এতেই বোঝা যায় আমার নামে আনিত অভিযোগ মিথ্যা। এসময় তিনি আরো বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছে তাতে আমি সন্তুষ্ট। এ সামান্য অর্থের জন্যে কেনইবা আমি এমন অমানবিক কাজ করবো,তাও নিজ পরিবারের উপর? মোহাম্মদ শাহাদাৎ বলেন ত্রিশ বছর আমি পরিবার নিয়ে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করে আসছি। শারজার একজন সফল ব্যবসায়ী হিসেবে বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক অবস্হানকে অন্যান্য রেমিটেন্স যোদ্ধাদের মতো সচল রাখাতে ভুমিকা রেখেছি।
তিনি বলেন আমরা পাঁচ ভাই প্রবাসে থাকি । আমাদের ভাইদের মাঝে পারিবারিক কিছু সমস্যা রয়েছে, পারিবারিক সমস্য সবখানেই থাকে। কিন্তু এটাকে কাজে লাগিয়ে তৃতীয় কোন পক্ষ এ কাজ করেছেন। সাংবাদিকরা তৃতীয় পক্ষ কে? জানতে চাইলে তিনি বলেন, আইন শৃঙ্কলা বাহিনীর সহযোগীতাতে আটক করা সন্ত্রাসীদের কাছ থেকে হয়ত খুব শীঘ্রই এ তৃতীয় পক্ষ কে তা বেরিয়ে আসবে।এসময় তিনি আরো জানান দেশে এবং প্রবাসে, আমার ভালো একটা সামাজিক অবস্হান আছে। কোন এক তৃতীয় পক্ষ আমার দুর্নামের উদ্দ্যেশ্যে এমন নিন্দনীয় কাজ করেছেন। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়।
তিনি সংবাদ সম্মেলনে তার ভাইদের উদ্দ্যেশ্য করে পরিবারের সম্পর্কের বন্ধনে আবদ্ধ হতে চান বলে জানান। সর্বশেষ বাংলাদেশ সরকারের প্রতি আস্তা রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সঠিক তদন্ত আশা করছেন।
Discussion about this post