মালয়েশিয়ায় আবারও বাড়লো লকডাউনের সময়। আন্দোলন নিয়ন্ত্রণ আদেশ ১৫ জুন থেকে ২৮ জুন পর্যন্ত আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে।
শুক্রবার এক বিবৃতিতে দেশটির সিনিয়র সুরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব বলেছেন, দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যা এখনও পাঁচ হাজারেরও বেশি সংক্রমিত।
তিনি বলেন, প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের সভাপতিত্বে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) পরামর্শের ভিত্তিতে জাতীয় সুরক্ষা কাউন্সিলের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Discussion about this post