ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক ব্যবহারের মাধ্যমে স্কুলে যৌন নিপীড়ন বন্ধের দাবি জানিয়েছেন মালয়েশিয়ার ১৭ বছর বয়সী এক স্কুলছাত্রী। টিকটক ভিডিওতে এইন হুসনিজা সাইফুল নিজাম নামের ওই ছাত্রী নানা সময় স্কুলের শিক্ষকদের দ্বারা যৌন নিপীড়নের বর্ণনা দেন।
এরই মধ্যে ভিডিওটি পুরো দেশটিতে ভাইরাল হয়ে গেছে। ভিডিওটি দেখেছে ১৮ লাখ মানুষ। অনেক স্কুল ছাত্রীও ভিডিওটি শেয়ার দিয়েছেন। টিকটক ভিডিওটির ওপর ভিত্তি করে দেশটিতে শুরু হয়েছে ‘মেক স্কুল আ সেফ প্লেস’ নামের একটি অনলাইন মুভমেন্ট। যা ছড়িয়ে পড়েছে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও। অনেকেই মালয়েশিয়ার স্কুলগুলোতে শিক্ষার্থীদের প্রতি শারীরিক হেনস্থা এবং তাদের সাথে নোংরা ভাষা ব্যবহারের প্রতিবাদ জানিয়েছেন।
Discussion about this post