সংযুক্ত আরব আমিরাতে ভিক্ষা করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কোনো ভিক্ষুক ধরা পড়লে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা ও তিন মাসের কারাদণ্ডের বিধার রেখে আইন পাস করেছে দেশটি। সম্প্রতি আমিরাতের পাবলিক প্রসিকিউশন এই বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে ভিক্ষাবৃত্তি ও সংগঠনিক ভিক্ষাবৃত্তি এবং প্রাসঙ্গিক শাস্তির বিষয়গুলো তুলে ধরা হয়। রমজানের পবিত্রতা রক্ষার্থে ভিক্ষাবৃত্তি না করার গুরুত্বসহ জনগণের আইনি সংস্কৃতি উন্নত করতে ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই ভিডিও প্রকাশ করে পাবলিক প্রসিকিউশন।
আমিরাত বার্তা সংস্থা জানায়, যদি কোনো ভিক্ষুক সুস্থাবস্থায় আয়ের উৎস থাকার পরও মানুষকে ধোঁকা দিয়ে উপার্জন করে, তবে তা কঠোর শাস্তির আওতায় পড়বে। আবার ভিক্ষুকদের পরিচালনা করা বা দেশের বাইরে থেকে ভিক্ষুক হিসেবে কাজ করাতে লোক নিয়োগ করলে তাদের ছয় মাসের বেশি কারাদ ও বাংলাদেশি ২৩ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

























