আবারো করোনার মৃত্য শতাধিক অতিক্রম করেছে। ৫ দিন শতের নিচে থাকার পর দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৫৩ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২৯২২ জন। মোট শনাক্ত ৭ লাখ ৪৫ হাজার ৩২২ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩০১ জন এবং এখন পর্যন্ত ৬ লাখ ৫৭ হাজার ৪৫২ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ৩৫০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৪৪৮টি নমুনা সংগ্রহ এবং ২১ হাজার ৯২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫৩ লাখ ৪৫ হাজার ৫০১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ।আংল।
Discussion about this post