করোনায় প্রায় প্রতিদিনই মৃত্যুতে নয়া রেকর্ড সৃষ্টি হচ্ছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১০১ জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত্যুতে একদিনে এটাই সর্বোচ্চ। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ১৮২ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৪১৭ জন। মোট শনাক্ত ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬১৪ জন এবং এখন পর্যন্ত ৬ লাখ ২ হাজার ৯০৮ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ২৫৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৭০৭ টি নমুনা সংগ্রহ এবং ১৮ হাজার ৯০৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ৫১লাখ ৩৪ হাজার ৪৭৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৩৬ তাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৭০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
Discussion about this post