বিনামূল্যে কাতারে ৯ লাখেরও বেশি মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে। বাংলাদেশ দূতাবাস ভ্যাকসিন নেওয়ার জন্য প্রবাসীদের রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে ।
ডিসেম্বর থেকে কাতারে ফাইজার-বায়োএনটেক ও মডার্নার করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। করোনায় আক্রান্ত, বয়স্ক ব্যক্তি ও জটিল রোগীদের আগেভাগে ভ্যাকসিন দিয়েছে দেশটির সরকার।
এদিকে ভ্যাকসিন নেয়ার জন্য স্থানীয় নাগরিক ও অভিবাসীদের রেজিস্ট্রেশন করার আহ্বান করা হয়েছে দেশটির সরকারের পক্ষ থেকে, আপাতত ৪০ বছরের বেশি বয়সীদের দেওয়া হচ্ছে ভ্যাকসিন।
কাতার সরকারের দেওয়া বিনামূল্যের করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশনের মাধ্যমে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।
অভিবাসী ও স্থানীয় নাগরিক মিলিয়ে ২৬ লাখের বেশি জনসংখ্যার কাতারে এরি মধ্যে ৯ লাখের বেশি মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে, দেশটিতে এখনো প্রতিদিন গড় আক্রান্তের হার প্রায় ৯০০।
Discussion about this post