দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৭৯৭জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৩৫৮৭জন। মোট শনাক্ত ৫ লাখ ৮৪হাজার ৩৯৫ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১৯৮৫জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ২৯হাজার ৮৯৪জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ২২২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৭হাজার ৩২৪টি নমুনা সংগ্রহ এবং ২৭হাজার ৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪৫লাখ ১৪হাজার ৭৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ২৬শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৬৭শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫১শতাংশ।।
Discussion about this post