সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী মওদুদ আহমেদের মরদেহ। শুক্রবার সকাল নয়টার দিকে তার মরদেহ শহীদ মিনারে নেয়া হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণিপেশার মানুষ তার মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর সকাল ১০ টায় হাইকোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে- সকাল ১১ টায় নামাজের জানাজা হবে। এরপর, হেলিকপ্টারে করে তার মরদেহ নোয়াখালী নেওয়া হবে। নোয়াখালী বসুরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলা মাঠে জানাজা শেষে পারিবারিক করবস্থানে বাবা-মা’র কবরের পাশে মওদুদ আহমদকে দাফন করা হবে।
এর আগে গতকাল বিকালে সিঙ্গাপুর থেকে সাবেক এই প্রধানমন্ত্রীর মরদেহ দেশে আনা হয়। এরপর মরদেহ রাখা হয় বেসরকারি একটি হাসপাতালের হিমাগারে।
গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশের খ্যাতনামা আইনজীবী মওদুদ আহমদ৷ তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বি. চৌধুরী, প্রধান বিচারপতি, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, ড. কামাল হোসেন, বঙ্গবীর কাদের সিদ্দীকী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর, রাশেদ খান মেনন এমপি, সাইফুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেন।
Discussion about this post