ইশতিয়াক আসিফ : গতমাস হতে আমিরাতে করোনা সংক্রমনের সংখ্যা বাড়তে থাকায় দুবাই কর্তৃপক্ষ কোভিড আইনের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়েছে। দুবাই কর্তৃপক্ষ শুক্রবার একটি বিবৃতিতে জানিয়েছে একটি নাম করা রেস্তোঁরা বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার জারি করা একটি বিবৃতি থেকে জানা যায় কোভিড -১৯ তথা করোন ভাইরাস সাবধানতা সংক্রান্ত আইন পালনে ব্যর্থ হওয়ার কারণে এ রেস্তোঁরা বন্ধ করে দিয়েছে।
এছাড়াও জানা যায় রেস্তোঁরার কিছু ছবিতে কোভিড আইন অমান্য করে লোকের ভিড় দেখা যায়, যেখানে শারীরিক দূরত্বের নিয়মগুলি মানা হয় নি এবং মুখে মুখোশ পরাও ছিল না।
গতকাল দুবাই পুলিশ জানায় যে,কোভিড আইন অমান্য করে তারা বাইরে সমাবেশ করার কারণে জরিমানা করা হয়েছে, যারা পরিমান ৫০,০০০(পঞ্চাশ হাজার দেরহাম)। এবং সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট দেখা গিয়েছে,যেখানে দুবাই ডেজার্টে (মরুভূমিতে) কোভিড -১৯ বিধিবিধান লঙ্ঘন করে বেশ কয়েকটি গাড়ীকে জড়ো হতে দেখা গিয়েছে বলেও জানা যায় আমিরাতের গণমাধ্যমে। তাই কোভিড আইন অমান্য করার কারণে এসময় ৫০,০০০ দেরহাম জরিমানা করা হয়েছে। সেই সাথে কোভিড আইন না মানায় সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং ছয়টি আউটলেটকে স্বাস্থ্য এবং সুরক্ষা প্রোটোকল না মানার জন্য সতর্কতা দেওয়া হয়েছে ।
গত বৃহস্পতিবার কোভিড আইন না মানায় দুবাই পুলিশ একটি সমাবেশ বন্ধ করেছে এবং সমাবেশে উপস্হিত সবাইকে মাক্স না পড়ার কারণে ৩,০০০ দেরহাম করে জরিমানা করেছে।
Discussion about this post