শারজায় কর্তৃপক্ষ ১৪ ই ফেব্রুয়ারি থেকে সরকারী কর্মচারীদের বাসা থেকে কাজ করার ঘোষণা করেছে । শারজা মানব সম্পদ বিভাগ করোনা আক্রান্ত রোগির সংখ্যা বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত ঘোষণা দিয়েছে। মানব সম্পদ বিভাগ সকল সরকারী দফতরের জন্য এই বিজ্ঞপ্তি জারি করেছে।
সরকারী প্রতিষ্ঠান সমুহে যারা বাড়ি থেকে কাজ করবে তার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। কর্মস্থলে শারীরিকভাবে উপস্থিত থাকতে পারবে এমন কর্মচারীদের রিপোর্ট করবেন । জরুরী বিভাগের কর্মীদের জন্য “সর্বোচ্চ স্তরের কোভিড সুরক্ষা” নিশ্চিত করতে হবে। প্রতিটি কর্মীকে কমপক্ষে দুই মিটার দূরে বসতে হবে।
যদি দূরবর্তী কাজ সম্ভব না হয়, বিভাগীয় প্রধান এমন শিফট সিস্টেম চালু করে নির্দিষ্ট কর্মচারীর সংখ্যা যেন ৫০ শতাংশ থাকে। মানবসম্পদ অধিদফতর কর্মচারীদের মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের মতো সমস্ত কোভিড সুরক্ষা ব্যবস্থা অনুসরণ করে তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
শারজাহ এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য এবং মানব সম্পদ বিভাগের চেয়ারম্যান ড। তারিক সুলতান বিন খাদিম সকলকে কোভিড সুরক্ষা ব্যবস্থা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন সকল নাগরিককে।
Discussion about this post